আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পরবর্তী তিন আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। আইসিসির বার্ষিক সম্মেলনে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই সম্মেলনে ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক দেশ হিসেবে ইংল্যান্ডকেই চূড়ান্ত করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হয় ২০২১ সালে। তখন থেকেই এর প্রতিটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে। ২০২১ সালের ফাইনাল হয়েছিল সাউদাম্পটনে, যেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২৩ সালের ফাইনাল অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ওভাল ক্রিকেট গ্রাউন্ডে। ধারাবাহিকভাবে সফল আয়োজন, নিরপেক্ষ মাঠে টেস্ট ক্রিকেটের প্রতি ইংলিশ দর্শকদের আগ্রহ এবং পরিপূর্ণ গ্যালারি—এসব বিবেচনায় আবারও ইংল্যান্ডকে আয়োজক হিসেবে বেছে নিয়েছে আইসিসি।
প্রথমে গুঞ্জন ছিল ২০২৭ সালের আসরের ফাইনাল ভারতেও হতে পারে। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডকেই আবারও স্বাগতিকের মর্যাদা দেয়া হয়। আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, “নিরপেক্ষতা, দর্শক আগ্রহ এবং ভেন্যুর ইতিহাস বিবেচনায় ইংল্যান্ডই উপযুক্ত।“
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এখন কেবল এক ম্যাচের লড়াই নয়, বরং টেস্ট ক্রিকেটকে বিশ্বমঞ্চে নতুন করে জনপ্রিয় করে তোলার একটি বড় প্ল্যাটফর্ম। ভবিষ্যতের টেস্ট চ্যাম্পিয়নরা আবারও লর্ডস, ওভাল বা হেডিংলির মতো ঐতিহাসিক মঞ্চে মুকুটের জন্য লড়াই করবেন—এটি ক্রিকেটপ্রেমীদের জন্য নিঃসন্দেহে উত্তেজনার বিষয়।
উল্লেখ্য, আইসিসির এই সিদ্ধান্তের ফলে আগামী ছয় বছরের মধ্যে তিনটি শিরোপা লড়াইই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে, যা টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের গুরুত্ব আরও একবার প্রমাণ করল।