জাতীয় পার্টি কারো সাথে জোটে যাবে না, এককভাবে নির্বাচন করবে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারকে সাধারণ জনগণ আর চায় না। এই সরকারে অধীনে জাতীয় পার্টি আর কোনো নির্বাচনে অংশ নেবে না।’
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে জাতীয় পার্টি, জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের এসব কথা বলেন।
কাদের বলেন, নিত্যপণ্যের দামে দেশের মানুষ এখন দিশেহারা। অথচ সরকার উন্নয়নের গালগল্প শোনাচ্ছে। সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ।
সম্মেলন উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।
জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সরওয়ার হোসেন ও সদস্য রেজাউন্নবী রাজুর পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্টির কো–চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ, অতিরিক্ত মহাসচিব (রংপুর) ব্যারিস্টার শামীম হায়দারসহ প্রমুখ।
এসএ/দীপ্ত নিউজ