শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আ. লীগ-বিএনপির সমাবেশ, আজ রাজধানীর যেসব সড়কে এড়িয়ে চলবেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দল সমাবেশ করবে আজ।

শুক্রবার (২৮ জুলাই) বিএনপি মহাসমাবেশ করবে রাজধানীর নয়পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ করবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ।

 

তাই সহিংসতার এড়াতে একান্ত প্রয়োজন ছাড়া এসব সড়কে না যাওয়ায় ভালো।

 

একনজরে দেখে নেয়া যাক রাজধানীর যেসব সড়কে দিনব্যাপী কর্মসূচি থাকবে:

 

  • বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

 

  • দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

 

  • বিকেল ৩টায় মৎস্য ভবনের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।

 

  • বিকেল ৩টায় কালভার্ট রোড কেন্দ্রীয় কার্যলয়ের সামনে সমাবেশ করবে গণঅধিকার পরিষদ।

 

  • বিকেল ৩টায় বিজয় নগর পানির ট্যাংকির সামনে সমাবেশ করবে ১২ দলীয় জোট।

 

  • বেলা ১১টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে সমাবেশ করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

 

  • বিকেল ৩টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরে সমাবেশ করবে গণফোরাম ও পিপলস পার্টি।

 

  • বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব সামনে সমাবেশ করবে গণ অধিকার পরিষদ।

 

  • বিকেল ৩টায় কারওয়ানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে সমাবেশ করবে এলডিপি।

 

  • সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে গণতান্ত্রিক বাম ঐক্য।

 

  • বিকেল সাড়ে ৩টায় বিজয় নগর পানির ট্যাংকের কাছে সমাবেশ করবে লেবার পার্টি।

 

  • বিকেল ৩টায় মালিবাগ মোড় হোসাফ টাওয়ার সংলগ্ন এলাকায় সমাবেশ করবে এনডিএম।

 

  • সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব সামনে সমাবেশ করবে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

 

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ও বিএনপিকে ২৩ শর্তে রাজধানীতে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

 

তিনি বলেন, ২৩ শর্তে বিএনপি ও আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ।

 

কেউ কোনো লাঠিসোঁটা ও ব্যাগ বহন করতে পারবেন না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিতে পারবেন না। সীমানার বাইরেও যাওয়া যাবে না। এ ছাড়া কোনো বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সর্বোচ্চ সতর্কতায় থাকবে বলেও জানান তিনি।

 

আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More