মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

আ.লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল: সালাহউদ্দিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পাসপোর্ট নীতিমালা থেকে ‘ইসরায়েল ব্যতীত’ নির্দেশনা প্রত্যাহার করে কার্যত দেশটিকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশের পাসপোর্টে একসময় লেখা ছিল ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশে ভ্রমণযোগ্য’। আওয়ামী লীগ সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছ, যা পরোক্ষ স্বীকৃতিরই নামান্তর।”

তিনি আরও বলেন, ‘একদিকে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়, অন্যদিকে মুসলমানদের জন্য কৃত্রিম সহানুভূতির অভিনয় করে। এমনকি বিরোধী দল ও সাধারণ মানুষের ওপর নজরদারি চালাতে ইসরায়েলি কোম্পানি থেকে আড়িপাতা সফটওয়্যার পেগাসাস সংগ্রহ করেছিল।

আওয়ামী লীগের কড়া সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘ওই সরকার ইসলামবিদ্বেষী, আলেমবিদ্বেষী এবং মুসলিমবিরোধী অবস্থান নিয়েছিল। বাংলাদেশের জনগণ আজীবন এমন সরকারের বিরুদ্ধে ঘৃণা ও ধিক্কার জানাবে।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে চলমান বর্জন আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা ইসরায়েলের সব পণ্য বর্জন করব। তবে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা সমর্থন করি না। গতকাল দেশে যেসব স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে, তা সরকারের নিয়ন্ত্রণহীনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাই প্রমাণ করে।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং গাজায় মানবিক সহায়তার আহ্বান জানান।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More