আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। এমনটাই বলছেন জাতীয় নাগরিক পার্টি– এনসিপির নেতারা।
শুক্রবার (২ মে) রাজধানীতে বিক্ষোভ–সমাবেশে তারা বলেন, আওয়ামী লীগকে যারা জায়গা দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধের দুর্গ গড়ে তোলা হবে।
গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে এদিন রাজধানীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি– এনসিপি। এতে অংশ নিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে জড়ো হন দলটির নেতা–কর্মী ও জুলাই আন্দোলনে আহত ছাত্রজাতীয় নাগরিক পার্টিজনতা৷
এসময় আহতরা তাদের চিকিৎসা সেবা নিয়ে অন্তবর্তী সরকারকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, আওয়ামী লীগের বিচারের কোনো বিকল্প নেই। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, হত্যা ও গুমে অভিযুক্ত আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। বিচার করতে হবে এই দলের।
আওয়ামী লীগের বিচারের পাশাপাশি সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন এনসিপি নেতারা।
সবশেষে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের বিচারের কোনো বিকল্প সরকারের থাকতে পারে না।
নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই নেতা। নৌকা মার্কা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক।