বিজ্ঞাপন
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

আ.লীগের পরিবর্তনের কোনো লক্ষণ নাই: এবি পার্টি চেয়ারম্যান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আমার বাংলাদেশ (এবি) পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘এতবড় গণঅভ্যুত্থান ও রাজনৈতিক বিপর্যয়ের পরও আওয়ামী লীগ এবং তাদের উগ্র সমর্থকদের মধ্যে পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সোমবার (২৫ মার্চ) রাজধানী বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, রবিবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয় যে, দেশে জরুরি অবস্থা জারি হয়েছে এবং সেনাবাহিনী বিভিন্ন বিভাগ থেকে ঢাকার দিকে রওনা হয়েছে। একইসঙ্গে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তারের খবরও ছড়িয়ে দেয়া হয়। এতে জনমনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

তবে এবি পার্টি এ গুজবকে পরিকল্পিত অপপ্রচার বলে অভিহিত করেছে। সংবাদ সম্মেলনে দলটির নেতারা অভিযোগ করেন, এটি একটি বিশেষ মহলের ষড়যন্ত্র, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়।

এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘এসব অপপ্রচার আওয়ামী লীগের উগ্র সমর্থকদের কাজ, যারা জনগণের গণজাগরণকে নস্যাৎ করতে চায়।

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানকালীন ৫ আগস্টে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পুরোনো একটি বক্তব্যকে নতুন বলে প্রচার করা হয়েছে, যা জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র।

এ সময় তিনি জনগণকে ধৈর্য্য ও ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এবি পার্টি ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএ, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খানসহ কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More