চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে যুবলীগ কর্মী মোবারক হোসেন (৪৮) নিহত হওয়ার ঘটনায় ৩১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এরপরই মামলার এক নম্বর আসামি হিসেবে মোহনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ জুন) দুপুরে মোহনপুরের বাড়ি থেকে মিজানুরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন : মুসা গাজী, জুয়েল কবিরাজ, সাবিয়া বেগম, আনোয়ার শেখ, মোশারফ মির্জা ও শাকিলা বেগম। তাদের সবার বাড়ি মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। ওই মামলার প্রধান আসামি কাজী মিজানসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ১৭ জুন শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর চরে আওয়ামী লীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মোবারক হোসেন বাবু (৪৮) নামে একজন নিহত হন।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের ২টি পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার গ্রুপ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান গ্রুপ সংঘর্ষে জড়ায়।
আফ/দীপ্ত নিউজ