রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। সময় যত যাচ্ছে আগুন বেড়ে চলেছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি, সেনা, নৌ ও বিমানবাহিনী। সর্বশেষ ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে।
আগুনের খবর শুনে নিউ সুপার মার্কেটের নিচে এসে ভিড় করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা। সেখানে কান্নায় ভেঙে পড়েছেন তারা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নিউ মার্কেট এলাকা।
নিউ সুপার মার্কেটের এক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলেন, গতকাল শুক্রবার ছিল, খুব ভালো বিক্রি হয়েছে। কিন্তু আজ আগুনে সব শেষ হয়ে গেলো। কী লাভ হলো বিক্রি করে? আমাদের সব শেষ হয়ে গেলো।
আরও জানা যায়, গতকাল শুক্রবার ছুটির দিন ও পয়লা বৈশাখ থাকায় ভালো ব্যবসা হয়েছে ব্যবসায়ীদের। প্রায় মধ্যরাত পর্যন্ত খোলা ছিল সব দোকান। শেষরাতের দিকে দোকান বন্ধ করে অধিকাংশ ব্যবসায়ী বাসায় ফিরে গেছেন। আর ভোরবেলা পেয়েছেন আগুনের সংবাদ। রাত করে কেউ আর বাসায় টাকা নিয়ে যাননি। বেশিরভাগ ব্যবসায়ীর ক্যাশে বেশ ভালো টাকা ছিল।
আরেকজন বলেন, আমি নতুন দোকান দিছিলাম, সব শেষ হয়ে গেলো। তার পাশেই থাকা আরেক দোকানদার জানান, ভিতরে এখনও ভিতরে ঢুকতে পারি নাই। আমাদের সব শেষ বড় ভাই, সব শেষ। চোখের সামনে সব পুড়ে যাচ্ছে।
অনু/দীপ্ত সংবাদ