স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আসুন নির্বাচনে পরীক্ষা দেন, দেশের মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা আছে আপনাদের।
রবিবার (২৩ জুলাই) বিকেলের দিকে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণ সংবর্ধনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
সংবর্ধনার অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন আর সঞ্চালনা করেন সাধারন সম্পাদক আফছার সরকার।
অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, আপনারা সংগঠন মানেন না, সংবিধান মানেন না, আপনারা অসাংবিধানিক ভাবে কথা বলছেন। আসেন নির্বাচনের মাধ্যমে পরীক্ষা হয়ে যাক, কার কত খানি শক্তি আছে ,কার কতো ভোট আছে।
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী আরও বলেন, মানুষের কষ্টের সময় দুর্যোগের সময় আপনাদের জনগণ খুঁজে পাইনি। আপনারা দেশকে দেউলিয়া করে দিয়েছিলেন। এখন আপনারা হুমকি দেন আওয়ামী লীগ ও নেতাকর্মীদের তাড়িয়ে দেবেন। মনে রাখবেন আওয়ামী লীগ কোন ছোট দল বা সংগঠন নয়।
অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, মানিকগঞ্জ–১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান, মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা মহিলা লীগের সভাপতি মৃদুলা রহমান, ছাত্রলীগের সভাপতি সিফাত কুরাইশীসহ জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।
জাহিদুল/এসএ/দীপ্ত নিউজ