ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আজহারী এ তাফসিরুল কোরআন মাহফিলে আসার আহ্বান জানিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘রাজশাহী বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ (শনিবার, ২২ ফেব্রুয়ারি) থাকছি— এসহাক উদ্দিন মিঞা আম্রকানন ময়দান, লালাপাড়া মোড়, চাঁপাইনবাবগঞ্জ, জাবালুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’
জানা গেছে, জাবালুন নূর ফাউন্ডেশন এই ঐতিহাসিক মাহফিলে সভাপতিত্ব করবেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল।
আয়োজকদের দাবি—এ মাহফিলে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম ঘটবে। এটি চাঁপাইনবাবগঞ্জ ইতিহাসে সবচেয়ে বড় ওয়াজ মাহফিল।
আয়োজক কমিটির অন্যতম সদস্য হাফেজ গোলাম রাব্বানী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৫ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন। এ ছাড়া পর্যাপ্ত টয়লেট, পানির ব্যবস্থা, খাবার হোটেল, প্রকাশনা স্টল, মেডিকেল টিম, ও পরিবহন রাখার জন্য প্রায় ১৬টি গ্যারেজের সুব্যবস্থা করা হয়েছে।
মাহফিল সভাপতি মাওলানা আবু জার গিফারী বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিগণের বক্তব্য শুনতে পারবে মানুষ।
এদিকে, ভোর থেকে শ্রোতাদের ঢল নামতে থাকে চাঁপাইনবাবগঞ্জে। কেউ যাত্রীবাহী বাস রিজার্ভ করে, কেউবা ট্রেনে। তবে অধিকাংশ মানুষ দূরদূরান্ত থেকে মাইক্রোবাসে আসছেন।
এসএ