ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মারা যান তোফাজ্জল হোসেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তোফাজ্জলের মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে ওঠে বিতর্কের ঝড়। বিচারের দাবিতে সাধারণ মানুষেরা দলে দলে পোস্ট দিচ্ছেন ফেসবুকে। থেমে নেই বিনোদন জগতের তারকারা। তারাও প্রকাশ করেন ক্ষোভ।
এবার এই সত্য ঘটনা নিয়ে নাটক নির্মিত হয়েছে। পরিচালনা করছেন খলিলুর রহমান কচি। নাটকের নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’। এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা–শো’খ্যাত ইমরান।
ইমরান বলেন, ‘ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একজন নিরাপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কিভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে! মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি। শিগগিরই নাটকটি ইমরান হা–শো ইউটিউব চ্যানেলে দেখা যাবে।’
এরই মধ্যে শেষ হয়েছে নাটকের শুটিং। শুটিং হয়েছে রাজধানীর আফতাব নগরে। এখন চলছে সম্পাদনাসহ পোস্ট প্রোডাকশনের কাজ। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বাদল, এরশাদ মণ্ডল, শান্তা পাল, মিরাজ প্রমুখ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ওই ৮ জনের আবাসিক সিটও বাতিল করেছে হল প্রশাসন।
এসএ