সাভার আশুলিয়ায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৫ এপ্রিল) রাত ৮ টা ৪০ মিনিটের দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের শ্রীপুর সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর থেকে হানিফ এন্টারপ্রাইজের বাসটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে আসে। শনিবার রাত ৯টার দিকে মোজারমিল এলাকায় পৌঁছালে বাসের জ্বালানি ট্যাংকের কাছাকাছি শর্ট সার্কিট হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ধরে যায়। চালকের দ্রুত সিদ্ধান্তে বাসটি শ্রীপুর এলাকায় রাস্তার পাশে থামানো হয় এবং যাত্রীরা নিরাপদে নেমে যান।
এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, ‘রাত ৮টা ৪০ মিনিটে খবর পেয়ে
ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৮টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনে ওভারহিটের ফলে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, আগুনে যাত্রীদের মালামালসহ বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও বাসের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
এসএ