আশুলিয়ায় কাজী ফার্মসের পাইকারি বিক্রয় কেন্দ্রে আকস্মিক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও আশুলিয়া থানা পুলিশের একটি যৌথদল।
সোমবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারীরা বিক্রয় কেন্দ্রের সার্বিক কার্যক্রম, বিক্রয় রেকর্ড পরীক্ষা এবং কাজী ফার্মসের বিক্রয় প্রতিনিধিদের সাথে কথা বলেন।
তারা দেখেছেন, কাজী ফার্মস সরকার ঘোষিত সর্বোচ্চ দামের মধ্যেই ডিম বিক্রি করছে। অভিযান পরিচালনাকারীরা কোনো অনিয়ম বা অনৈতিক কার্যক্রমের প্রমাণ পায়নি। আশুলিয়া পাইকারি বিক্রয়কেন্দ্রে প্রতিদিন ৪ লাখ ডিম আসে। যা একইদিনে বিক্রি হয়ে যায়।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহল কাজী ফার্মসের বিরুদ্ধে ‘ডিম সিন্ডিকেট‘ গড়ার অভিযোগ তোলে।শুরু থেকেই কাজী ফার্মস এবং অন্যান্য ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করে আসছে।
পরে কোন প্রকার জরিমানা নির্ধারণ ছাড়াই ভোক্তা অধিকার, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং আশুলিয়া থানা পুলিশের যৌথদল অভিযান শেষ করে।
এসএ