ঢাকার আশুলিয়ায় বংশী নদীর তীর দখল করে গড়ে উঠা অবৈধ ৯১টি স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। রবিবার (১২ মার্চ) সকাল থেকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ঢাকা জেলা প্রশাসন সিনিয়র সহকারী কমিশনার মো: আদনান চৌধুরী ও সুবির কুমার দাশ এ অভিযানটি পরিচালনা করছেন৷
মাজহারুল ইসলাম জানান, উচ্চ আদালতের নির্দেশে বংশী নদীর পাশে যে অবৈধ স্থাপনাগুলো ছিলো সেই স্থাপনাগুলোর মালিককে ইতোপূর্বে নোটিশ দেয়া হলে তারা নিজ দ্বায়িত্বে কিছুটা সরিয়ে নিয়েছে। আর পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সকলের সহযোগিতায় বাকি কাজটুকু শেষ করা হচ্ছে ।
ধারণা করা হয়, এর মাধ্যমে প্রায় ৫০ শতাংশ নদীর জমি উদ্ধার হবে এবং এছাড়াও যে অন্যান্য খাস জমি রয়েছে সেগুলোও দখল মুক্ত হবে। নদীর পাশে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। সরকারি কোনো জায়গা অবৈধভাবে দখলের কোনো সুযোগ নেই আজ যেভাবে দখল মুক্ত করা হচ্ছে আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
যূথী/দীপ্ত সংবাদ