৯
পটুয়াখালীতে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
গত ২৪ ঘন্টায় জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। আর গত ছয়মাসে আক্রান্ত হয়েছেন ১৭৪ জন।এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০২ জন রোগী।
বর্তমানে জেলারা হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছে ৪৯ জন রোগী। আক্রান্তদের মধ্যে বেশির বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা বেশি। আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে উন্নত চিকিৎসা সেবা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা। এদিকে শহর পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে পৌরসভার কর্মীরা।
মো.ইমরান/পূর্ণিমা/দীপ্ত সংবাদ