একুশ শতকে হাতে লেখা পত্রিকা! অবিশ্বাস্য হলেও এটি বের করছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পশ্চিম সোনাতলা গ্রামের দিনমজুর ‘হাসান পারভেজ‘। দুই মাস পর পর পত্রিকাটি বের হয়।
পটুয়াখালীর গ্রামাঞ্চলে আলো ছড়াচ্ছে হাতে লেখা পত্রিকা– ‘আন্ধারমানিক‘। এতে উঠে আসছে সাধারণ মানুষের সমস্যা ও সাফল্যের গল্প।
২০১৯ সালর ১ মে স্থানীয়দের জীবন–চিত্র তুলে ধরতে, হাতে লিখে ‘আন্ধারমানিক‘ নামে কমিউনিটি পত্রিকা প্রকাশ শুরু করেন। এতে লেখেন ১৫ জন খেটে খাওয়া মানুষ। খবরের শিরোনামগুলো ছাপার হরফে, আর বাকি অংশ লেখা হয় হাতে।
সম্পাদক নিজেই বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে আন্ধারমানিক বিলি করেন। পত্রিকাটিকে সাপ্তাহিক বা পাক্ষিক হিসেবে দেখতে চান স্থানীয় পাঠকরা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, সম্পাদক আবেদন করলে, সহায়তা করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন।
হাতে লেখা এই পত্রিকা টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চেয়েছেন হাসান পারভেজ।
এসএ/দীপ্ত নিউজ