১৮
জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মেঘনা আলম‘কে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।
এর আগে, বুধবার (৯ এপ্রিল) রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে রাত সাড়ে দশটায় আদালতে হাজির করে ডিবি পুলিশ।
উল্লেখ্য, মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন।
এসএ