১১
নেইমারকে ছাড়াই, চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচেও দলে থাকছেন না ব্রাজিলিয়ান সুপারস্টার।
ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী সপ্তাহে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। এই স্কোয়াডে রয়েছে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মিশেল।
এবারের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ বেশ কিছু তারকা ফুটবলার। আলিসন, ক্যাসেমিরো, মারকুইনোসরা যথারীতি দলে জায়গা ধরে রেখেছেন। এছাড়া চেলসির কিশোর প্রতিভা এস্তেভাও এবং লুকাস পাকুয়েতাকেও ডেকেছেন আনচেলত্তি।