শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

আলেমদের স্বনির্ভর হতে পরামর্শ ধর্ম উপদেষ্টার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ধর্ম উপদেষ্টা ড. ..ম খালিদ হোসেন বলেন, ইসলামের অনেক বড় বড় জ্ঞানীগুণী ব্যবসা করতেন। হযরত আবদুর রহমান ইবনে আউফ মদিনার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তাদের দেখানো পথে হাঁটলে আলেম সমাজ পরনির্ভরশীলতা থেকে মুক্তি পাবে। এজন্য ইমামতির পাশাপাশি ইমামদের আত্মনির্ভরশীলও হতে হবে।

শুক্রবার (০১ নভেম্বর) চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ইসলামিক ফাউন্ডেশনে ইমাম প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী উদ্দেশে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, কিছু আলেম রয়েছেন যারা সারাজীবন অথবা রমজান আসলে মানুষের কাছে হাত পাতেন, যেটা অত্যন্ত অসম্মানের। হাদিয়া দেওয়া সুন্নত, তবে নিজ থেকে চাওয়াটা অন্যায়। অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকায় কোনো সম্মান নেই। নিজ উদ্যোগে হাঁসমুরগী ও ছাগল পালন করে সেগুলো নিয়ে ব্যবসা করার মাধ্যমে সম্মান অর্জন সম্ভব। অবক্ষয়মুক্ত সমাজ, ধর্মীয় অনুশাসন ও মানুষকে জনসম্পদে রূপান্তর করতে ইমামদের যথেষ্ট ভূমিকা রয়েছে। ইমামরা সঠিকভাবে প্রশিক্ষিত হলে সমাজের আর্থসামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, তাফসির, হাদিস, আকায়েদ, ফতোয়া, ইসলামি উত্তরাধিকার আইন বিষয়ে ইমামদের শিক্ষা দিয়ে আসছে। ইমামদের আত্মনির্ভরশীল করতে ব্যবসার জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে। ব্যবসায় আর্থিক সহায়তা লাগলে ইমামমুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে ক্ষুদ্র ঋণ সহায়তা দেওয়া হবে। সুদমুক্ত এ ঋণ কিস্তি আকারে ধাপে ধাপে পরিশোধ করবেন।

আল/ দীপ্ত

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More