গতবছর আলুর ভাল দাম পাওয়ায়, ঠাকুরগাঁওয়ে এবার এর চাষ বেড়েছে। এখন চলছে জমি পরিচর্যার কাজ। আবহাওয়া অনুকূলে থাকায়, এবারও ভাল ফলনের আশা করছেন চাষিরা। তবে, বেড়েছে চাষাবাদ খরচ।
প্রতি বছর আমন ধান কাটা ও সংগ্রহের পরপরই আলু রোপন শুরু করেন ঠাকুরগাঁওয়ের চাষিরা। এখন আলুখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা।
চলতি বছর এই জেলায় ২৫ হাজার ৬৪৪ হেক্টর জমিতে আলু রোপনের লক্ষ্য ছিল। বীজ, সার, কীটনাশক ও সেচের খরচ বৃদ্ধির কারণে, অসুবিধায় পড়েছেন কৃষকরা।
উৎপাদন বাড়াতে চাষিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে ঠাকুরগাঁও জেলায় ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন আলু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।
আরও পড়ুন: দিনাজপুরে জেঁকে বসছে শীত, বিপাকে কৃষক
আল/ দীপ্ত সংবাদ