গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে আর্ন্তজাতিক গুম সপ্তাহে ফেনীতে মানববন্ধন করেছে মানবাধিকার কর্মী ও গুমের স্বীকার হওয়া ব্যক্তির স্বজনরা।
শুক্রবার (২৬ মে) সকালে গুম হওয়া ব্যক্তির স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ ও ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক ফেনী’র যৌথ আয়োজনে ‘গুম বন্ধ কর, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ শ্লোগানে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে দিবসের মূলপ্রবন্ধ পাঠ করেন গুমের শিকার হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রৌশন আরা বেগম।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক ফেনী খবর সম্পাদক ও চ্যানেল আই’র ফেনী প্রতিনিধি রবিউল হক রবির সভাপতিত্বে মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক’র কো–অর্ডিনেটর, অধিকার ফেনীর ফোকাল পার্সন ও দৈনিক মানবজমিন’র জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম‘র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভার ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সু–শাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময়’র সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
বক্তব্য রাখেন ফেনী রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির ফেনী প্রতিবেদক আবদুল্লাহ আল–মামুন, অধিকার‘র ডিফেন্ডার তন্বী সোম, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী‘র যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম ফরায়েজী।
মানববন্ধনে বক্তারা– গুমের শিকার ব্যক্তিদের তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, ফেনীর যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার ৯ বছরেও পরিবার তার হদিস পায়নি। রিপনের মত আর কোন ব্যক্তি যেন গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবি জানান।
আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ