দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে দারুণ ফর্মে রয়েছে ব্রাজিল। ফাইনাল রাউন্ডে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সেলেসাও যুবারা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ফাইনাল রাউন্ডের তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৩–১ গোলে পরাজিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব–২০ দল। একই দিন অন্য ম্যাচে কলম্বিয়াকে ১–০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।
তিন ম্যাচ শেষে ফাইনাল রাউন্ডে ব্রাজিল ও আর্জেন্টিনার পয়েন্ট সমান ৯ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ব্রাজিল।
এই প্রতিযোগিতার শুরুতে কলম্বিয়াকে অন্যতম শিরোপার দাবিদার হিসেবে ধরা হয়েছিল। তবে চূড়ান্ত পর্বে এসে তারা ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে পরপর দুই ম্যাচে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে।
এখন সবার নজর শুক্রবারের ফাইনালের দিকে, যেখানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ম্যাচই নির্ধারণ করবে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নের মুকুট কোন দল জিতবে।