বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট ও একটি শক্তি ছিলো আবার আরেকটা শক্তি দেখা যাচ্ছে; তারা অন্যভাবে ক্ষমতা থাকার জন্য নতুন নতুন পন্থা বাহির করছে, তারাও যাতে না পারে জনগণে সামনে দাঁড়াতে ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারেনি সেজন্য বাংলাদেশে মানুষ প্রস্তুত রয়েছে।
অনেকদিন পর মুক্ত, স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছে উল্লেখ করে বলেন, নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে; তাদের সে আকাঙ্খিত দিন কবে আসবে। কবে তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারবে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে চট্টগ্রামে মেহেদীবাগ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময়ে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি।
সকাল থেকে মেহেদীবাগ বাসায় আয়োজন করা হয় মেজবানের। এতে গরু, খাসিসহ নানা পদের খাবারের আয়োজন ছিলো। সেখানে অংশ নেন হাজারো নেতাকর্মী।
তিনি আরও জানান, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। যেটা বাংলাদেশ অনেক দিন দেখেনি। এই বাংলাদেশের জন্য ১৬ বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি বলেন আমীর খসরু।
রুনা আনসারী/এজে/দীপ্ত সংবাদ