বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট–২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
রবিবার (মে ১৮) সেন্ট্রাল লন্ডনের মিলেনিয়াম গ্লসেস্টার হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক ।
২০২৪ সালে লন্ডনে বছরব্যাপী আয়োজিত প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ‘হবিগঞ্জ ফাইটার।’ এই দলের ক্যাপ্টেন ছিলেন তোফায়েল। টুর্নামেন্টে রানার্স আপ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন ‘গ্রেটার ফরিদপুর।’
আল