আরব সাগরের ভারতীয় উপকূলে রাসায়নিক পদার্থবাহী একটি কার্গো জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে জাহাজটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভারতের উপকূলে হামলার শিকার জাহাজটি লাইবেরিয়ায় রেজিস্ট্রিকৃত হলেও সেটার মালিক জাপান। তবে সেটি পরিচালনা করা হতো নেদারল্যান্ডস থেকে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, এই জাহাজে ইরান থেকে ড্রোন ছোড়া হয়েছে। অন্যদিকে ইসরাইলও বলছে, ইরান থেকেই এই ড্রোন হামলা চালানো হয়েছে।
তবে, তেহরান এ বিষয়ে এখনো প্রতিক্রিয়া জানায়নি।
সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রের তথ্য অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী রাসায়নিক পণ্যের ট্যাংকারটি ইসরায়েলের সাথে যুক্ত ছিল। এটি সৌদি আরব থেকে ভারতের দিকে যাচ্ছিলো।
এ হামলায় জাহাজে আগুনের সূত্রপাত হলেও তা নিভিয়ে ফেলা হয়। যদিও ২০ ক্রু সদস্যদের কারো কোন ক্ষতি হয়নি।
এসএ/দীপ্ত নিউজ