মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জেবেল জাইস শহরে সর্বনিম্ন মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে ওই অঞ্চলটির সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ভোর ৫.৪৫ মিনিটের দিকে ওই অঞ্চলে সর্বনিম্ন মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, জানুয়ারির দ্বিতীয়ার্ধে দেশটিতে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে।
তবে এটি দেশটির সর্বনিম্ন তাপমাত্রা নয়। ২০২১ সালে, দেশটির কিছু এলাকায় দুই দিন শূন্যের নিচে তাপমাত্রা ছিল। রাকনাহ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
এছাড়া ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে সর্বনিম্ন মাইনাস ৫.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। দেশটির সর্বোচ্চ শৃঙ্গ জেবেল জাইসের ঢালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।