মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুবাইয়ে রেকর্ড বৃষ্টিপাতের কারণে বাতিল করা হয়েছে ঢাকা থেকে দুবাই–শারজাহর রুটের নয়টি ফ্লাইট।
বুধবার (১৭ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল ইসলাম বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে বুধবার পর্যন্ত দুবাই ও শারজাহ থেকে ঢাকামুখী ৯টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে। এরমধ্যে ১৭ এপ্রিল এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট, এমিরেটস এয়ারলাইনসের ২টি ও ফ্লাই দুবাইয়ের ২টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়।’
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার শতাধিক উড়োজাহাজ অবতরণের কথা ছিল বিশ্বের ব্যস্ততম এ বিমানবন্দরে। কিন্তু ঝড়–বৃষ্টির কারণে তা বিঘ্নিত হয়েছে। আর যেসব ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল, সেগুলোও আজ সকাল (বুধবার) পর্যন্ত স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, সাধারণত শুষ্ক জলবায়ু এবং গরম তাপমাত্রার জন্য পরিচিত দুবাইয়ে সোমবার (১৫ এপ্রিল) বৃষ্টি শুরু হয়। সেদিন ২০ মিলিমিটার বৃষ্টি হয়। এরপর দিন মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হয়, যা সারাদিন অব্যাহত ছিল।
উল্লেখ্য, মরুভূমির শহর দুবাইয়ে রেকর্ড করা হয়েছে ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত।
এসএ/দীপ্ত সংবাদ