সোমবার, মার্চ ২৪, ২০২৫
সোমবার, মার্চ ২৪, ২০২৫

আরডিজেএ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রত্যেক বছরের ন্যায় চলতি বছরে ও পবিত্র মাহে রমজানের রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলায় ক্রাব মিলনায়তনে সংগঠনটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকাস্থ্য বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রংপুর বিভাগের আটটি জেলার গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানটির সভাপতি করেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা আরডিজেএ সভাপতি মর্তুজা হায়দার লিটন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন।

ইফতার মাহফিলে আরডিজেএ সভাপতি মর্তুজা হায়দার লিটন বলেন, ‘আরডিজেএ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে রংপুর বিভাগের আটটি জেলার ঢাকায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে সংবাদ কর্মীদের স্বার্থ সুরক্ষায় সাংগঠনিকভাবে আরো বেশ কিছু উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আজমীর শহীদুল আহসান বলেন, রংপুর বিভাগ এবং উত্তরবঙ্গ কে এগিয়ে নিতে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে কাজ করতে হবে। সংবাদ কর্মীদের সুরক্ষায় কাজ করতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন বলেন, ঢাকায় কর্মরত রংপুর বিভাগের প্রায় ৫০০ সংবাদ কর্মীদের সংগঠন আরডিজেএ। সংবাদ কর্মীদের সুরক্ষায় বিভিন্ন সময় নানা ধরনের উদ্যোগ নিয়েছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা। উত্তরের পিছিয়ে পডরা জনগোষ্ঠীসহ গণমাধ্যম কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সদস্যদের পরিবারের সুরক্ষায় কাজ করছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাকসুদার রহমান মাকসুদ, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ চৌধুরীসহ প্রমুখ।

আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More