বিজ্ঞাপন
শনিবার, মে ৩, ২০২৫
শনিবার, মে ৩, ২০২৫

আরচ্যারী ওয়ার্ল্ড কাপ খেলতে সাংহাই যাচ্ছে বাংলাদেশ দল

আরচ্যারী ওয়ার্ল্ড কাপ খেলতে রবিবার ( ৪মে ) চীনের সাংহাই যাচ্ছে বাংলাদেশ দল। ৬ থেকে ১১ মে অনুষ্ঠিত হবে আরচ্যারী ওয়ার্ল্ড কাপ স্টেজ টু প্রতিযোগিতায়। বাংলাদেশের হয়ে পাঁচজন অংশ নিচ্ছেন।

শনিবার ( ৩ মে ) বাংলাদেশ দলের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানাতে অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন জানান, এবারের খেলায়, রিকার্ভ ডিভিশনে তিনজন। আর কম্পাউন্ডে দুইজন। রিকার্ভের তিনজন আরচ্যার হলেন, আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহা। আর কম্পাউন্ড দলে আছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার।

দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক জানান, বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। আর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসকে সামনে রেখে কম্পাউন্ডে রেংকিংয়ে উন্নতি করতে চায় বাংলাদেশ। তবে ওয়ার্ল্ড কাপ থেকে এর আগেও পদক পেয়েছে বাংলাদেশ।

এ প্রসঙ্গে আরচ্যারী ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে অ্যাডহক কমিটির এক নাম্বার সদস্য কাজী রাজীব উদ্দীন আহেমদ চপল বলেন, ‘বিশ্বকাপে আমাদের অনেক সাফল্য আছে। সিলভার মেডেলও আমরা জিতেছি। আবার সাংহাইয়ে কোরিয়ার সাথে আমরা সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে এক পয়েন্টে হেরেছি। আশা করছি সাফল্যের ধারাবাহিকতা আমরা এবারও ধরে রাখতে পারবো। কারণ আমাদের ছেলেদের রিকার্ভ টিম দুর্দান্ত। আমরা দল গঠনের ক্ষেত্রে সব সময় কোচের মতামতকে প্রাধান্য দিয়েছে। কোচের মতের বাইরে আমরা কখনও দল গঠন করিনি।

এদিকে ওয়ার্ল্ড কাপে আরও বেশি সংখ্যক আরচ্যার পাঠানোর পক্ষে মত দিয়েছেন আরচ্যারী ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেসউররহমান।

তিনি বলেন, ‘দেশে বিদেশে সব জায়গায় অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের যেন কোন গ্যাপ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা ১৮ জন নিতে পারতাম। সেখানে যাচ্ছে মাত্র পাঁচজন আরচ্যার। আমরা সবাই আন্তরিকতার সাথে চেষ্টা করলে এসব খেলায় সম্পন্সর পাওয়া কোন বিষয় না।

ওয়ার্ল্ড কাপ শেষে ১২ মে দেশে ফিরবে বাংলাদেশ দল। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে সিটি গ্রুপ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরচ্যারী ফেডারেশনের সহসভাপতি মালিক মোহাম্মদ সাইয়িদ, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ও সদস্য রুবায়েদ আহমেদ।

ইএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More