মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও সাত দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। বুধবার (৯ জুলাই) ফিলিপাইন, ব্রুনেই, মলডোভা, আলজেরিয়া, ইরাক, লিবিয়া ও শ্রীলঙ্কার উদ্দেশে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে নতুন শুল্কহারের ঘোষণা দেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেন ট্রাম্প।
এর আগে সোমবার (৭ জুলাই) ১৪টি দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে চিঠি দেন ট্রাম্প। ফলে চলতি সপ্তাহেই মোট ২১টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা এল।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, নতুন শুল্কহার অনুযায়ী: ফিলিপাইনের পণ্যে ২০ শতাংশ (আগে ১৭ শতাংশ ছিল), ব্রুনেইয়ের পণ্যে ২৫ শতাংশ (আগে ২৪ শতাংশ), মলডোভার পণ্যে ২৫ শতাংশ (আগে ৩১ শতাংশ), আলজেরিয়ার পণ্যে ৩০ শতাংশ (আগেও ৩০ শতাংশ), ইরাকের পণ্যে ৩০ শতাংশ (আগে ৩৯ শতাংশ), লিবিয়ার পণ্যে ৩০ শতাংশ(আগে ৩১ শতাংশ) ও শ্রীলঙ্কার পণ্যে ৩০ শতাংশ (আগে ৪৪ শতাংশ) শুল্ক আরোপ করা হয়েছে।
ট্রাম্পের ভাষ্যমতে, এসব নতুন শুল্কহার ‘প্রয়োজনের তুলনায় কম’ এবং পরবর্তীতে এসব হার পর্যালোচনা করা হতে পারে। তা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর।
এদিকে, সোমবার ট্রাম্প যেসব ১৪টি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেন, সেগুলোর মধ্যে রয়েছে—জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, লাওস, মিয়ানমার, বসনিয়া ও হার্জেগোভিনা, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, সার্বিয়া, কম্বোডিয়া এবং থাইল্যান্ড।
ট্রাম্প মঙ্গলবার সাফ জানিয়ে দেন, ‘১ আগস্টের সময়সীমায় কোনো পরিবর্তন আসবে না, আর কোনো ছাড়ও দেয়া হবে না।’