বিজ্ঞাপন
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

আরও ৬ এনবিআর কর্মকর্তা বরখাস্ত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বদলি আদেশ অমান্য করে প্রকাশ্যে কাগজ ছিঁড়ে ফেলার ঘটনায় দ্বিতীয় দফায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩ অতিরিক্ত কমিশনারসহ আরও ৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, প্রথম দফায় ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অপরাধে দুই দফায় আজ মোট ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন— মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার, ঢাকা কর অঞ্চল৮–এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (অতিরিক্ত কমিশনার) সিফাত ই মরিয়ম, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্বিতীয় সচিব শাহাদাত জামিল, ঢাকা (উত্তর) কাস্টমস বন্ড কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া ও খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা শফিউল বশর।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ২২ জুন এনবিআর জারি করা বদলি আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ () ধারা অনুযায়ী তাদেরকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তারা সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

এর আগে, গত ২ জুলাই এনবিআর কর বিভাগ সদস্য মো. আলমগীর হোসেন, মূসক নীতি সদস্য ড. মো আবদুর রউফ, শুল্ক নীতি সদস্য হোসেন আহমদ ও বরিশাল কর কমিশনার মো. শব্বির আহমদকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More