যুদ্ধবিরতি শর্ত মেনে ফিলিস্তিনে আটক জিম্মিদের হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে এবার ৪ জনের মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে হামাস।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ৪ জিম্মির কফিন ‘আন্তর্জাতিক রেড ক্রস‘ সহায়তায় ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
এর আগে, ইসরায়েল থেকে সতর্ক করে বলা হয়, গাজায় থাকা ২৮ জিম্মির মরদেহের সব ফেরত না দেওয়া পর্যন্ত উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছানো সীমিত করা হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদন অনুযায়ী, সোমবার ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি হামাস ২০ জীবিত জিম্মি ও ৪ জিম্মির মরদেহ ফেরত দিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ড্যানিয়েল পেরেটজ (২২), ইয়োসি শরাবি (৫৩), গাই ইলুজ (২৬) এবং নেপালের নাগরিক বিপিন যোশি (২৩)।
এসএ