মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ের সুবিধা নগরবাসী পুরোপুরি গ্রহণ করতে পারলে, রাজধানীর ওপর চাপ কমবে। ফলে আরও বাসযোগ্য শহর হবে ঢাকা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত “ঢাকার যানজট : মেট্রোরেল, এক্সপ্রেস ওয়ের প্রভাব” শীর্ষক সেমিনারের নগর পরিকল্পনাবিদরা এসব কথা জানান।
সেমিনারে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ের সেবা যাতে নগরীর সবাই পায়, সেটা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: ১১০ মিনিট পর আবার ঘুরলো মেট্রোরেলের চাকা
এসময় মন্ত্রী আশা করেন, রাজধানীকে আরও বসবাস উপযোগী করতে কার্যকর ভূমিকা রাখবেন নগর পরিকল্পনাবিদরা।
উল্লেখ্য, ঢাকাবাসীর সবচেয়ে বড় নাগরিক সমস্যা যানজট। জনবহুল ও যানজটের এ শহরে আর্শিবাদ হয়ে এসেছে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে। যার কারণে বিপুলসংখ্যক মানুষ খুব সহজে এবং দ্রুত যাতায়াত করতে পারছেন।
এসএ/দীপ্ত নিউজ