বৈশাখের তীব্র তাপপ্রবাহে রাজধানী ঢাকাসহ পুড়ছে দেশ। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। স্বস্তির কোনো খবর নেই আবহাওয়ার অধিদফতরের কাছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আবহাওয়ার যে অবস্থা, তাতে আগামী ২৪ ঘণ্টায় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। বুধবার তাপমাত্রা আরও বাড়তে পারে। ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে গেলে তাপপ্রবাহ ধরা হয়। এ মুহূর্তে ৩৬ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা কম।
আবহাওয়াবিদ আরও জানান, সহজেই আবহাওয়া স্বাভাবিক হচ্ছে না। আর আপাতত নেই বৃষ্টির কোনো সম্ভাবনাও।
গরমের তীব্রতায় ছোট–বড় সবার হাঁসফাঁস অবস্থা। গত এক সপ্তাহ ধরে জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেই প্রচণ্ড গরমে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। পানি পান করে, গাছের ছায়ায় বসে শরীরকে একটু শীতল করার আপ্রাণ চেষ্টায় সবাই।
এদিকে, ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস না ছাড়ালেও ইটপাথরের কারণে সেরকমই অনুভূত হচ্ছে।
এসএ/দীপ্ত সংবাদ