সুন্নতে খাতনা করতে গিয়ে জীবনটাই গেল ৫ বছরের আয়ানের। গত ৩১ ডিসেম্বর অভিভাবকদের অনুমতি ছাড়াই ৫ বছরের আয়ানকে ফুল এ্যানেসথিসিয়া (জেনারেল) দিয়ে সুন্নতে খাতনা (মুসলমানী) করিয়েছে সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।
সেন্স না আসায় পরে সেখান থেকে পাঠানো হয় গুলশান–২ ইউনাইটেড হাসপাতালে। সেখানে পিআইসিইউতে লাইভ সাপোর্টে রেখে ৮ দিন পর রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আয়ানকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ এনে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (৯ জানুয়ারি) বাড্ডা থানায় মামলাটি করেন শিশুর বাবা মো. শামীম আহমেদ।
সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী।
অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলাটি করেছেন। মামলায় ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক ও পরিচালককে আসামি করা হয়েছে।
এছাড়া আয়ান এর মৃত্যুর বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সামনে মানববন্ধন দেকেছে। এতে উপস্থিত থাকবে আয়ানের পরিবার।
আল / দীপ্ত সংবাদ