আমেরিকা ভিসা নীতি নিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমেরিকার ভিসা নীতি নিয়ে বড় দুই দল একে অপরকে দোষারোপ করছেন। এ ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগ বা বিএনপির কোন ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে বাংলাদেশের এবং জাতির।
শুক্রবার (২ জুন) সকালে জয়দেবপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমেরিকার ভিসা নিয়ে বিএনপি বলছে আওয়ামী লীগ সরকারকে চাপে ফেলার জন্য ভিসার নিষেধাজ্ঞা দিয়েছে। আর আওয়ামী লীগ বলছে বিএনপিকে সোজা করার জন্য ভিসার নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। আসলে আমেরিকা তাদের ইচ্ছমতো ভিসা প্রদান করে, কারও ইচ্ছা মতো নয় ।
এ সম্মেলনে আব্দুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রহমান তালুকদার বীর প্রতিক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, অর্থ সম্পাদক আব্দুল্লাহ বীর প্রতিকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
গাজীপুর প্রতিনিধি/আফ/দীপ্ত নিউজ