শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমেরিকা কোনদিন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে নি : হুইপ ইকবালুর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফখরুল সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার দাবী করছেন উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম বলেন আমেরিকাসহ ইউরোপীয় দেশগুলি কোনদিন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে নি।

মঙ্গলবার (১৭অক্টোবর) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসুচী চেক বিতরন এবং শারদীয় দুর্গাপুজা ২০২৩ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য দুর্গা মন্ডপ সমুহে জিআর খাদ্যশস্য (চাল) বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক জিয়ার কথা উল্লেখ করে ইকবাল বলেন, মা খালেদা জিয়া চরম অসুস্থার মধ্যে দিন অতিবাহিত করছে। কিন্তু মাকে একাবারও দেখতে আসেন না। যিনি মাকে দেখতে আসেন না তিনি বাংলাদেশের ১৭ কোটি মানুষদের কিভাবে দেখবেন।

তিনি আরও বলেন, হাওয়া ভবন থেকে শেখ হাসিনাকে ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পারে নি। সেই খোয়াব এখনো তারা দেখছে। এ খোয়াব কোনদিন পূরণ হবে না।

হিন্দুমুসলিমদের মিলন মেলার কথা উল্লেখ করে তিনি বলেন, আজ মুসলিমদের মসজিদ মাদ্রাসার উন্নয়নে এবং হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপুজা উপলক্ষে চেক বিতরন করা হচ্ছে। এটাই হলো বাংলাদেশ। যে দেশে হিন্দু, মুসলিম, খ্রীষ্টান সকলেই সমান। এখানে কোন ভেদাভেদ নেই।

অনুষ্ঠানে ১৬৩টি প্রতিষ্ঠানে (টিআর) কর্মসূচীর চেক বিতরন ও ১৬৩টি দুর্গা মন্ডপে জিআর খাদ্য শস্য (চাল) বিতরন করা হয়। মোট ১ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৩৩ টাকা বিতরন করা হয়।

করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তীসহ প্রমুখ।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More