জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপ–নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আমেরিকার ভিসা নীতিকে জাতীয় পার্টি সমর্থন করে। কারণ যারা অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে বাধাগ্রস্থ করবে তাদের দৃষ্টিতে তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবে, এতে আমাদের অখুশী হবার কারণ নেই।
সোমবার (১২ জুন) টাঙ্গাইল রাইফেল ক্লাব মিলনায়াতনে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিরোধী দলীয় উপ–নেতা বলেন, দেশ ও জাতীর কল্যাণের লক্ষ্যে জাতীয় পার্টি রাজনীতি করে। এ লক্ষ্য বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতা–কর্মীদের কাজ করতে হবে।
জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক আব্দুস ছালাম চাকলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জাতীয় পার্টির মহা–সচিব মুজিবুল হক চুন্নুসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুমন খান/আফ/দীপ্ত নিউজ