বিয়ের পর থেকেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার মা হওয়ার গুঞ্জন ছড়াতে শুরু করে। তবে সম্প্রতি দেওয়ালি পার্টিতে তার উপস্থিতি নতুন করে সেই গুজবকে উসকে দিয়েছে।
লাল রঙের অনারকলি পরে পার্টিতে আসেন সোনাক্ষী। হাতে ব্যাগ, মুখে হাসি—সব স্বাভাবিকই ছিল। কিন্তু কয়েকটি ছবিতে দেখা যায়, তিনি নিজের পেটে হাত রেখেছেন। এই ভঙ্গিতেই শুরু হয় কানাঘুষা—‘সোনাক্ষী কি মা হতে যাচ্ছেন?’
গত বছরের ২৩ জুন প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তাদের দাম্পত্যের বয়স প্রায় এক বছর চার মাস; অর্থাৎ ১৬ মাস। বিয়ের পর থেকেই অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী; একটাই প্রশ্ন, মা হচ্ছেন কি সোনাক্ষী? সেই জল্পনা এখনও থামেনি।
সম্প্রতি এক পার্টিতে ঢিলেঢালা পোশাক পরে হাজির হওয়ায় আবারও বাড়ে গুঞ্জন, শুরু হয় নতুন করে আলোচনা– বলা হয়, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই; তবে ভিন্ন ভঙ্গিতে।
গত বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে পোস্ট করে সোনাক্ষী লেখেন, ‘মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম!’ জানান, শুধু একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন, আর সেটিই ভুল ব্যাখ্যা করে সংবাদে রূপ নিয়েছে।
সোনাক্ষীর এই পোস্ট দেখে রীতিমতো তোলপাড় পড়ে যায় সামাজিক মাধ্যমে। দিপাবলীর উৎসবের সাজে তোলা কয়েকটি ছবি ও স্বামী জাহির ইকবালের সঙ্গে রসিক মুহূর্তও এদিন ইনস্টাগ্রামে ভাগ করে নেন অভিনেত্রী। তাদের হাসি–ঠাট্টার সেই দৃশ্যই যেন প্রমাণ করে মা হওয়ার খবর নিছকই গুজব।