পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গতকাল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সর্বশেষ বৈঠকে ইমরান খান অতীতে যে প্লেবয় ছিলেন তা স্বীকার করেছেন বলে জানান।
তবে সাবেক জেনারেল বাজওয়ার সঙ্গে কবে এই বৈঠক হয়েছিল-সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ইমরান খান। পাকিস্তানের এ সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাজওয়া আমাদের পিঠে ছুরিকাঘাত করছিল এবং সহানুভূতিও দেখাচ্ছিল। তার “সেট-আপ” এখনো এস্টাব্লিশমেন্টে কাজ করছে।’
পাকিস্তানের সেনাপ্রধানের নাম উল্লেখ না করে পিটিআই চেয়ারম্যান বলেন, পাকিস্তানে এস্টাব্লিশমেন্ট বলতে একজনের নামই বোঝায়।
গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তিনি বলেন, সাবেক সেনাপ্রধান দেশে জবাবদিহিতা চান নি তাই বাজওয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়।