জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদান এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে, দেশবাসীকে জানাতে শুক্রবার (৬ অক্টোবর) গণভবনে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি বলেন, তাঁর সফরে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে তাকে সবক দেওয়ার কিছু নেই।
সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা জানান, যুক্তরাষ্ট্র সফরকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। আন্দোলনের নামে মানুষের ক্ষতি করলে কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের বৈঠকের বিষয়টি খোলাসা করেন, বঙ্গবন্ধুকন্যা।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো রাষ্ট্রদূত পিটার হাসের সমালোচনা করেন, প্রধানমন্ত্রী।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ কেন কমছে, এর ব্যাখ্যা দেন সরকারের প্রধান নির্বাহী।
প্রধানমন্ত্রী বলেন, মেগাপ্রকল্পের পাশাপাশি গরিব মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। যারা এর সমালোচনা করছেন, তারা দেশের প্রকৃত চিত্র দেখেন না।
এসএ/দীপ্ত নিউজ