সুইমিংপুলের পাশে দাঁড়িয়ে সম্ভবত সেলফি তুলতে যাচ্ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। তার ঠিক পাশেই দাঁড়ানো ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেতা জায়েদ খান।
হঠাৎ দেখা যায় সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিংপুলের পানিতে ছুড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান। ভিডিওটি ভক্তদের মাঝে অনেক প্রশ্নের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সাকিব–জায়েদের ভিডিওটি। সেলফি তোলার সময় হুট করে সাকিবের এমন মেজাজ হারানোর কারণ খুঁজে পাচ্ছেন না নেটিজেনদের অনেকেই।
অনেকেই জায়েদ খানের ফোন ফেলে দেওয়ায় খুশি হয়েছেন, আবার কেউ কেউ সাকিব আল হাসানকে বেয়াদব বলে আখ্যা দিয়েছেন।
এ বিষয়ে জায়েদ খান জানান, সাকিব আল হাসান বিশ্বের নম্বর ওয়ান অলরাউন্ডার, তিনি আমার ফোনটা ফেলে দিয়েছেন, এটা মোটেও ঠিক হয়নি। কাজটা তিনি ঠিক করেননি। আমি সাকিবের এমন আচরণে দুঃখ পেয়েছি।
আল / দীপ্ত সংবাদ