আলোচিত ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, ভৌগোলিকভাবে আমাদের অবস্থান ফিলিস্তিন থেকে বহু দূরে হলেও আমাদের একেকজনের বুকের ভেতর বাস করে একেকটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা।
শনিবার (১২ এপ্রিল) বিকাল পৌনে ৪টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চে বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মিজানুর রহমান আজহারী বলেন, “আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে, আমাদের একেকজনের হৃদয়ে, বুকের ভেতর বাস করে একেকটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা। আমাদের হৃদয়ে বাস করে একেকটা আল কুদস। আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে।”
এ সময় ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণগহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে স্লোগান দেন মিজানুর রহমান আজহারী। এ সময় ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ মঞ্চে উপস্থিত ছিলেন।
আল