আলোচিত ব্যক্তিত্ব ও প্রবাসী বাংলাদেশি সেফাত উল্লাহ ওরফে সেফুদা বেঁচে আছেন।
দিনভর গুজবের পর বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টায় ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বেঁচে থাকার কথা নিজেই নিশ্চিত করেন।
সেফাত উল্লাহ সেফুদা নামক ভেরিফায়েড পেজে তিনি লিখেন, ‘তোরা আমাকে বার বার মেরে ফেলিস কেন গরিবেরা?’
প্রতিবেদন লেখা পর্যন্ত তার এ পোস্টে ২ লাখ ৪৬ হাজার রিঅ্যাক্ট, ২৩ হাজার ২শ কমেন্টস এবং ২৬ হাজার শেয়ার লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আলোচিত ব্যক্তিত্ব ও প্রবাসী সেফাত উল্লাহ ওরফে সেফুদা মারা গেছেন।
তখন সেফুদা‘র ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, সর্বশেষ ৫ জুলাই তিনি একটি পোস্ট করেছিলেন। তাতে লেখা ছিল, ‘২৮ জুলাই দেশে ফিরছি উইথ ভাগিনা’।
উল্লেখ্য, ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় অসঙ্গতিপূর্ণ ভিডিওবার্তা ছড়িয়ে বেশ আলোচনায় আসেন সেফাত উল্লাহ ওরফে সেফুদা। এই প্রবাসী বাংলাদেশি নানা বিষয়ে ফেসবুক লাইভে এসে খুব কম সময়ে ‘ভাইরাল তারকা’ হয়ে যান।
এসএ