প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেছেন, বৈশ্বিক সংকটের কারণে কাগজের দাম, কালির দাম বৃদ্ধিসহ নানা প্রতিকূলতার পরও ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বছরের শুরুতে প্রায় ৩৫ কোটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে আসছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন বই পাচ্ছে। গরিব শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে। সবই শেখ হাসিনার জন্য।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ‘প্রাণের টানে প্রিয় অঙ্গনে, এসো মিলি স্মৃতি বন্ধনে’ এই স্লোগানে গোয়াইনঘাট উপজেলার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, জনগণের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আমরা সৌভাগ্যবান যে আমাদের একজন শেখ হাসিনা আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে স্বপ্নের বাংলাদেশ।
যূথী/দীপ্ত সংবাদ