টাইগারদের সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সরাসরি সম্প্রচার করেনি দেশীয় কোনো টিভি চ্যানেল। সেই সিরিজ চলাকালীন সময়েই এই ব্যাপারে আলোচনা করতে শোনা যায় বিসিবিকে।
সোমবার (১২ জুন) নিজেদের বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, নিজেদের নামে টিভি চ্যানেলের জন্য আবেদন করবেন তারা।
পাপন বলেন, ‘খেলা দেখা নিয়ে বেশ সমস্যা হচ্ছে। ডিপিএলের সময় কেউ পার্টিসিপেট করেনা। শ্রীলঙ্কা, ইউএইর খেলা দেখায় আমাদেরটা দেখাতে আগ্রহী হয় না। আমরা বিসিবি টিভির জন্য আবেদন করবো। ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো। পেয়ে গেলে আর খেলা দেখার জন্য অপেক্ষা করতে হবে না।’
আসন্ন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি টি–স্পোর্টস ও গাজী টিভি (জিটিভি) সরাসরি সম্প্রচার করবে। ডিজিটাল প্লাটফর্মেও দেখা যাবে এই ম্যাচ। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি দর্শকরা উপভোগ করতে পারবে ডিজিটাল প্লাটফর্ম র্যাবিটহোল অ্যাপ ও এর ওয়েবসাইটে।
ইমাম/দীপ্ত নিউজ