বাজারে অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ও ভোক্তাদের স্বার্থরক্ষায় কৃষি মন্ত্রণালয়ের আমদানি অনুমতি বা আইপি দেয়ার খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। আমদানি করা পেঁয়াজ দেশে পৌঁছালে দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে।
বাজার নিয়ন্ত্রণে সরকার সোমবার (৫ জুন) থেকে পেঁয়াজের আমদানি অনুমতি (আইপি) ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। আমদানির অনুমতির খবরের পরপর কেজিতে পেঁয়াজের দরপতন হয়েছে ২০ টাকা।
রমজানের ঈদের আগেও যে পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা বাড়তে বাড়তে রবিবার (৪ জুন) পেঁয়াজ কেজিতে সেঞ্চুরি ছুঁয়েছিল। তবে লাগামহীন বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয়ার খবরে কমতে শুরু করেছে দাম।বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৭২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত ২ বছরে দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে ১০ লাখ টন। দুবছর আগে যেখানে উৎপাদন হতো ২৫ লাখ টনের মতো, এখন উৎপাদন হচ্ছে ৩৫ লাখ টনের মতো। পেঁয়াজের সংগ্রহ থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পণ্যটি পৌঁছাতে বিভিন্ন ধাপে অপচয় ২৫–৩০ শতাংশ বাদে গত বছর নিট উৎপাদন হয়েছে ২৪ দশমিক ৫৩ লাখ টন। বাংলাদেশে পেঁয়াজের চাহিদা বছরে ২৮ থেকে ৩০ লাখ টনের মতো। এ চাহিদা মেটাতে ২০২১–২২ অর্থবছরে ৬.৬৫ লাখ টন পেঁয়াজ আমদানি করা হয়।
আফ/দীপ্ত নিউজ