সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বর্ণাঢ্য ও আড়ম্বরপূর্ণ আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে আবুধাবির একটি অভিজাত হোটেলে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এ আয়োজনে বিভিন্ন দেশের কূটনীতিক, আমিরাত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের এস্টেট মিনিস্টার আহমদ আলী আব্দুল্লাহ সাঈদ। সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
রাষ্ট্রদূত তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সম্ভ্রমহারা নারীদের স্মরণ করেন। একইসঙ্গে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বাংলাদেশ–আমিরাত দীর্ঘদিনের সুসম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুখী, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান অনস্বীকার্য।‘
অনুষ্ঠানে যুক্তরাজ্য, মেক্সিকো, রোমানিয়া, ফিলিপাইন, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপালসহ ৩৪টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
এছাড়া দুবাই কনসুলেট, বাংলাদেশ বিমান, জনতা ব্যাংক, বাংলাদেশ স্কুল, বাংলাদেশ সমিতি, পেশাজীবী সংগঠন, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির সিনিয়র নেতা আব্দুস সালাম তালুকদারের নেতৃত্বে দলটির শীর্ষ পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের বিভিন্ন কর্নারে সাজানো হয় বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস। অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশিত হয় দেশাত্মবোধক সংগীত এবং প্রবাসী বাংলাদেশি শিল্পী পুস্পিতা কুন্ডু মিথির একক নৃত্য। এছাড়া অতিথিদের মাঝে বিতরণ করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লেখা বইসহ বিভিন্ন উপহার সামগ্রী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর তৌহিদ ইমাম।