শক্তিশালী বসুন্ধরা কিংসকে হারিয়ে ১৪ বছর পর গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে ওঠে মোহামেডান। সাদা–কালোর সেই জয়ের পর থেকেই ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, কুমিল্লায় ৩০ মের ফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ হিসেবে যেন আবাহনী উঠে আসে। মঙ্গলবার (১৬ মে) কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ৩–০ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী।
জোড়া গোল করেছেন আবাহনী লিমিটেডের ফরোয়ার্ড ফয়সাল আহমেদ (ফাহিম)। অন্য গোলটি দানিয়েল কলিনদ্রেসের। প্রথমার্ধে দলকে দুরূহ কোণ থেকে বাঁ পায়ের দারুণ প্লেসিংয়ে এগিয়ে নেন ২০১৮ বিশ্বকাপে খেলা কলিনদ্রেস। বয়স হয়ে গেলেও তিনি যে ফুরিয়ে যাননি, সেই ঝলকই দেখালেন আজ কলিনদ্রেস। এই গোলে ম্যাচের রং যায় পাল্টে।
আবাহনী লিমিটেড ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন। গতবার তারা ফাইনালে রহমতগঞ্জকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। অন্যদিকে মোহামেডান সর্বশেষ ফেডারেশন কাপের ফাইনালে খেলেছে ২০০৯ সালে। সেটিই ছিল এই টুর্নামেন্টের ফাইনালে দুই প্রধানের সর্বশেষ দেখা।
আগামী ফাইনালে (৩০ মে) কুমিল্লায় হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান–আবাহনীর ঢাকা ক্লাসিকোর লড়াই।
এমি/দীপ্ত নিউজ