মাগুরায় আবাসিক হোটেল থেকে ইব্রাহিম উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির (বর্ডারের) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় অবস্থিত “হোটেল সৈকত আবাসিক” থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইব্রাহিম উদ্দিন রাজবাড়ী জেলার পাংশা থানার বাহাদুরপুর গ্রামের আকবর আলী শেখের ছেলে। সে মঙ্গলবার রাতে আবাসিক হোটেলটিতে থাকার জন্য উঠেছিলেন বলে হোটেলটির ম্যানেজার মাসুদুল হক জানান। হোটেলের লগ বইয়ে সে নিজের পরিচয় দেন তারা বিস্কুট কোম্পানির এজিএম।
মাসুদুল হক বলেন, ‘মোঃ ইব্রাহিম উদ্দিন বুধবার রাত ১০টার দিকে আমার হোটেলে থাকার জন্য ওঠেন। খাতায় নাম এনটি শেষ তাকে ভিতরে ২৪ নাম্বার রুমে থাকতে দেয়া হয়। ডায়াবেটিসের রোগী হওয়ায় সে রুমে যাওয়ার আগে ফ্রিজে রাখার জন্য একটি ইন্সুরেন্স আমাকে দেন। এবং তিনি জানান সেটি তাকে সকাল ৯টায় নিতে হবে। এরপর মঙ্গলবার বেলা ১২ টার দিকে সে ঘুম থেকে না ওঠায় তার স্ত্রী ( নিহত ইব্রাহিম উদ্দিনের) তাকে ফোন দিয়ে খোঁজ নিতে বলেন। এ সময় তাকে অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় রুমের একটি জানালা দিয়ে দেখতে পাওয়া যায় সে বিছানার উপরে পড়ে আছে। এরপর পুলিশের খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’
মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘আমরা বেলা ১২:৪৫ মিনিটের দিকে খবর পাই সৈকত হোটেলের একজন বর্ডার রুমের মধ্যে পড়ে আছে অচেতন হয়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় তার মরদেহ উদ্ধার করি। তার শরীরে প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্টকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে পোস্টমর্টেম রিপোর্ট শেষে জানা যাবে তার মৃত্যুর প্রকৃত কারণ।’
মোঃ কাশেমুর রহমান/পূর্ণিমা/দীপ্ত নিউজ